ঝিনাইদহে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় এইড ফাউন্ডেশনের সিজিবিভি প্রকল্পের আওতায় এইড ফাউন্ডেশন এর হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার, উপজেলা সামাজিক সহায়তা কমিটির সাধারণ সম্পাদক, এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক সুরাইয়া পারভিন মলি।
এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে “জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র মানুষের জন্য ফাউন্ডেশনের (এম.জে.এফ) সহযোগিতায় আলোচনা রাখেন (সিজিবিভি) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা, এইড ফাউন্ডেশনের (সিজিবিভি) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষ, পারভীন আক্তার, মামুনুর রশিদ, আসমা পারভীন, জোনাকী খাতুন সহ অন্যান্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন সিজিবিভি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আয়াতুল্লাহ। সংলাপ অনুষ্ঠানে কালিচরনপুর ও কুমড়াবাড়িয় ইউনিয়নের “জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র সদস্য, অভিভাবকসহ মহিলা, পুরুষ, ছাত্র-ছাত্রী, যুবক ব্যবসায়ী, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।