মাস্ক পরিধান করুন নিরাপদ থাকুন,সুস্থ থাকুন। এই স্লোগান সামনে রেখে
ঝিনাইদহে ছাত্রলীগের পক্ষ থেকে জনসাধারণের মাঝে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহে সদরের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ ও এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা মূলক প্রচারাভিযান চালান। ওই সময়
উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ঝিনাইদহ ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের মাঝে প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।