ঝিনাইদহে দুঃস্থ মহিলাদের ৩দিনব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ে ২০২১-২০২২ অর্থ বছরে দুঃস্থ মহিলা উন্নয়ন ভিজিডি কর্মসুচি আওতায় আয়বর্ধক ৩দিনব্যাপী এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।এসময় উপস্থিত ছিলেন সবুজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ, এসডাপ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান, উষা সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক আব্দূল হান্নান, এইড ফাউন্ডেশন এর প্রতিনিধি জিহাদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক উপ-পরিচালক এর কার্যালয়ের প্রোগ্রাম অফিসার খন্দকার শরীফা আক্তার। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান ৩দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন। মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ের আয়োজনে এইড ফাউন্ডেশন,এসডাপ, উষা সমাজ কল্যান সংস্থা এবং সবুজ কল্যান সংস্থার সহযোগিতায় প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন মাঠকর্মি অংশগ্রহন গ্রহন করেন।