ঝিনাইদহে পিঠা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে বসন্ত বরণ অনুষ্ঠান।
মঙ্গলবার সকালে শহরের আদর্শপাড়া মর্নিং বেল চিল্ড্রেন একাডেমী চত্তরে আয়োজন করা হয় পিঠা মেলার। ভাপা পুলি, পাটি সাপটা, পাতা নকঁশিসহ বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয়। আর সেখানে বাসন্তিসহ নানান সাজে সেজে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়। সৃষ্টি হয় উৎসবের আমেজ। সাথে সেখানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
পিঠা মেলায় আশা শিশুরা বলেন, বান্ধবীদের সাথে ঘুরছি, পিঠা খাচ্ছি খুবই মজা হচ্ছে। ভালো লাগছে এবারের বসন্ত।
মেলার আয়োজক শাহীনুর আলম লিটন জানান, বসন্ত উৎসব উপলক্ষে ছোট শিশুসহ সকলের মধ্যে হরেক রকম পিঠার পরিচয় করিয়ে দিতেই এ পিঠা মেলার আয়োজন। আর বসন্ত উপলক্ষে সারা দেশের ন্যায় এখানে বাসন্তি রঙে রঙিন হয়েছে।