ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের একটি পুকুর থেকে নজির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার ওই গ্রামের মিলন মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নজির মিয়া হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাগাছড়া গ্রামের মৃত সৌয়দ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মিলন মিয়ার পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, নজির মিয়া কিভাবে মারা গেল সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানানো যাবে। ভায়না ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হুদা তুষার জানান ব্যাপারটি আমাকে পরিবার থেকে জানিয়েছে, নজির মিয়া মানসিক ভারসাম্যহীন ছিল। গত শনিবার সে বাড়ি থেকে বের হয়, এরপর আর বাড়িতে ফেরেনি। তার পরিবার এলাকায় মাইকিংসহ ও বিভিন্ন মাধ্যমে খোঁজাখুজি করেছে।