ঝিনাইদহে আব্দুল রাজ্জাক স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ শিক্ষা কার্যক্রম উপলক্ষে আধুনিক ও ডিজিটালাইজেশনের উদ্বোধনী করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এসময় ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রান ডেভোলপমেন্ট সোসাইটির মহাসচিব গাউসুল আজম সিমু, সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার হামিদুল ইসলাম, এন এসটি ডিজিটাল বিডির মার্কেটিং ডাইরেক্টর সাকিব আল হাসান, রান ডেভোলপমেন্ট সোসাইটির পরিচালক প্রশিক্ষণ রেজাউল করিম, আব্দুল রাজ্জাক স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, ইউপি সদস্য কটোন হোসেন, মহিদুল ইসলামসহ অন্যান্যরা।
আলোচনা শেষে রান ডেভোলপমেন্ট সোসাইটির তত্তাবধানে এন এসটি ডিজিটাল বিডি লিমিটেড এর পক্ষ থেকে আব্দুল রাজ্জাক স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে কম্পিউটার এটেনডেন্ট মেশিন, স্পেশাল স্কুল ম্যানেজমেন্ট সফট্ওয়ার এবং ওয়াই-ফাইসহ সকল যন্ত্রাংশ প্রদান করা হয়।