সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন প্রকল্পের আওতায় ঝিনাইদহ পৌরসভার মানব বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এস এন ভি নেদারল্যান্ড এর সহযোগিতায় ঝিনাইদহ পৌরসভা ও এইড ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ক্যারাভ্যান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।
ঝিনাইদহের পৌরসভার প্রতিটি ওয়ার্ডে লোক সমাগম আছে এমন স্থানে এই ক্যাম্পেইন করে মানুষকে সচেতন করছে। এসময় বিভিন্ন সচেতনামূলক নাটিকা প্রদর্শন, কুইজ,লুডুখেলা, প্রশ্নোত্তরসহ নানাভাবে মানুষকে সচেতন কার্যক্রম অব্যহত রেখেছে।
গতকাল মর্ডাণ মোড়ে স¦াধীন টাওয়ারের পাশে ক্যারাভ্যান কাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪, ৫ ,৬ ওয়ার্ড ও প্যানেল মেয়র-৩ ফারহানা রেজা আঞ্জু,এইড ফাউন্ডেশন এর সহকারী পরিচালক তন্ময় কুমার কুন্ডু। অতিথিরা কুইজ, লুডু খেলা এবং প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
পুরস্কার হাতে পেয়ে বিজয়ীরা বলেন, আমরা আগে এই সব জানতান না, এখানে দাঁড়িয়ে অনেক কিছু শিখতে পারলাম, প্রর্শেন উত্তর দিয়ে পুরস্কার পেলাম খুব ভাল লাগছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ফুল স্টপ সলিউশন লিমিটেড।