ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে সদর পৌরসভার মহিষাকুন্ডু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, সকালে সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামের,মোঃ চঞ্চল হোসেন এর ছেলে পারভেজ হোসেন (২০)অন্যদের সাথে নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিল। হটাৎ করে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে তার হাত লেগে যায়।
এতে বিদ্যুতায়িত হয়েছে ২য় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।