বিসিক শিল্প নগরী ঝিনাইদহের আয়োজনে ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সন্ধ্যা ৭ টায় মাসব্যাপী শিল্পমেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরোজ কুমার নাথ, জেলা প্রশাসক ঝিনাইদহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স এর সহ সভাপতি মো নাসিম উদ্দীন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বি এম সেলিম, প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ অ্যাড, সভাপতিত্ব করেন বিসিক শিল্প নগরীর উপ ব্যবস্থাপক সেলিনা রহমান মিনা। অনুষ্ঠানের বক্তব্য পর্বের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে অংকুর নাট্য একাডেমি ঝিনাইদহ। পুরো অনুষ্ঠানের উপস্থাপনা করে মো আশরাফুল আলম, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ ফ্লিম সোসাইটি। শিল্প মেলায় স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে ছিলো অর্গানিক ফুড প্রডাকশন সেন্টার “আসল স্বাদ ডটকম”, কেনাবেচা ঝিনাইদহ, ইনসাফ হোমডেলিভারি, সাজ বাংলা, অভি ফ্যাশন, আয়ান জুট, রঙ সুতোর খেলা সহ প্রায় ৪০ এর অধিক উদ্যোগী প্রতিষ্ঠান। মাসব্যাপী এই মেলায় তারা স্টল পরিচালনা করে। মাসব্যাপী এই মেলার আয়োজন করাতে স্থানীয় উদ্যোক্তারা বিসিক শিল্প নগরী ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ও প্রতিবছর যাতে স্থানীয় উদ্যোক্তারা এমন সুযোগ পায় তা প্রস্তাব জানায়। জেলা প্রশাসক ও বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক আশ্বস্ত করেন তারা স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে প্রতিবছর মেলার আয়োজন করে উদ্যোক্তা সৃষ্টি করার দায়িত্ব নেবে।