ঝিনাইদহের বেকার তরুণদের কর্মসংস্থানের কথা চিন্তা করে জাহেদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল রবিবার বিকাল ৪ টায় ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
পাশাপাশি উপস্থিত হয় প্রশিক্ষণ নিতে আগ্রহী এমন দেড় শতাধিক তরুণ-তরুণী। আলোচকগণ বলেন এখানে উন্নত প্রশিক্ষকদের মাধ্যমে আগ্রহী বেকার তরুণ তরুণীদের ফ্রি ফ্রিল্যান্সিং ও ল্যাংগুয়েজ কোর্স করানো হবে। ২৪ ঘন্টা আউটসোর্সিং এর কাজ চলবে এই সেন্টারে। চাকরির পেছনে না ছুটে ঘরে বসে প্রতিনিয়ত ইনকাম করার সকল রকম সুবিধা তৈরি হবে এখান থেকে।