ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ গণমাধ্যম কর্মীরা।
অবহিত করণ সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এক অনুপুষ্টি।
আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত জেলার ৬টি উপজেলায় ১হাজার ৮শ একাত্তরটি কেন্দ্রের মাধ্যমে ৬মাস হতে ৫৯ মাস বয়সের মোট ২ লাখ ২৮ হাজার ৩ শত ৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।