মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (৩য় পর্যায়) শুভ উদ্বোধন উপলক্ষে ঝিনাইদহে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩টায় জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে¡ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, আগামী ২৬এপ্রিল ভিডিও কনফারেন্সে মাধ্যমে সারাদেশের ন্যয় ঝিনাইদহ জেলার ৩৬৬ জন ভুমিহীন ও গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর হস্তান্তর উদ্বোধন করবেন।
এটা তৃতীয় পর্যায়ের বরাদ্দ। এপর্যন্ত জেলায় মোট ১৩৭৯ ঘর বরাদ্দ হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৪০৭, দ্বিতীয় পর্যায়ে ২৯৮ এবং তৃতীয় পর্যায়ের ৬৭৩টি ঘরের মধ্যে ৩৬৬টি ঘর আগামী ২৬ এপ্রিল বিতরণ সম্পন্ন হবে।
এই তারিখে ঝিনাইদহ সদরে ১৬০টি, শৈলকূপায় ২৮টি, হরিনাকুণ্ডু ২৬টি, কালীগঞ্জ ৭৫টি, কোটচাঁদপুর ২৩টি এবং মহেশপুরে ৫৪টি ঘরের কাজ সম্পন্ন করে তা ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গৃহহীন পরিবারের মাঝে প্রদান করা হবে। গত পর্যায়ের চেয়ে এবার ঘরের মান অনেক ভাল।
এবার প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ২লাখ ৫৯হাজার ৫’শত নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান।