দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে।
গতকাল রোববার বিকালে শহরের পায়রা চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার চেষ্টায় অপহরণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সারাদেশের বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়ে ঝিনাইদহ জেলা সমিতির প্রধান পৃষ্ঠপোষক সাইদুল করিম মিন্টু। তিনি দীর্ঘদিন জেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়াসহ যেকোন প্রয়োজনে সহায়তা দিয়ে আসছেন। বৃত্তি প্রদান করেন। ঝিনাইদহ-৪ আসনের সাংসদের হত্যাকান্ডে যারা জড়িত আমরা তাদের বিচার চায়। কিন্তু স্বর্ণপাচারের দ্বন্দ্বের এই ঘটনায় সাইদুল করিম মিন্টুকে জড়িয়ে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এই ঘটনার সাথে সাইদুল করিম মিন্টু জড়িত থাকতে পারেনা। তারা অবিলম্বে সাইদুল করিম মিন্টুর মুক্তি দাবি করেন। মানববন্ধনে দেশের বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়ে পড়ুয়া শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।