ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ এপ্রিল সকাল ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর প্রতিদিন পত্রিকার ঝিনাইদহ ব্যুরো প্রধান কে এম সালেহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর প্রতিদিন পত্রিকার মহেশপুর প্রতিনিধি সফিকুল ইসলাম জুয়েল । স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর প্রতিদিন জেলা প্রতিনিধি মনিরুজ্জামান রাসেল ও সদর প্রতিনিধি তাপস কুণ্ডু। আলোচনা সভা শেষে অতিথিরা ৪র্থ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। করোনা পরিস্থিতি ঠেকাতেই সাংবাদিকের অনেক ভূমিকা রয়েছে। মেহেরপুর প্রতিদিন পত্রিকা বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের মধ্যে আলোচিত হয়েছে। তিনি মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক,প্রকাশকসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান।