ঝিনাইদহে শিকারের সময় চোরা শিকারীদের হাত থেকে উদ্ধার হওয়া ৩০টি বিলুপ্ত প্রায় পাখি অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়।
সেসময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বেনাপোল ইনচার্জ জাহাঙ্গীর আলম, ঢাকা ইউনিটের সদস্য জাহিদুল ইসলাম, পরিবেশবিদ জহির রায়হান ও তপু রায়হান উপস্থিত ছিলেন।
পরিবেশবিদ জহির রায়হান শনিবার গভীর রাতে কুমড়াবাড়িয়া ইউনিয়নের কাটিয়ারবিলে চোরা শিকারীরা পাখি শিকার করছে এমন খবরে এলাকাবাসীর সহযোগিতায় জালসহ কাদাখোচা, জলময়ুরসহ ৩টি প্রজাতির ৫৮টি পাখি উদ্ধার করা হয়।
এর মধ্যে জালে জড়িয়ে ২৮ টি মারা গেলে ৩০টি পাখি অবমুক্ত করা হয়। সেই সাথে জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়।