লিখিত পরীক্ষা বাদ দিয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সামনে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ জেলা শাখা’র সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ শিক্ষানবিশ আইনজীবীরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখার আহ্বায়ক তপন কুমার মুখার্জী,
শিক্ষানবিশ আইনজীবী আকরাম হোসেন, সেলিনা খাতুন, শিরিন সুলতানা, মিতা সাহা, কুলসুম লতা, মনিরা খাতুন, সাবিহা খাতুন, আব্দুস সালাম প্রমুখ। এ সময় বক্তারা, করোনা ভাইরাস ও শিক্ষানবিশ আইনজীবীদের কথা চিন্তা করে লিখিত পরীক্ষা বাদ দিয়ে দ্রুত মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের আইনজীবী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।