ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে একই বিদ্যালয়ের প্রদান শিক্ষক নজরুল ইসলাম(৫২)।
বুধবার সকালে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষকের লাশ উদ্ধার করা হয়।নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণীকক্ষে ওই স্কুলের প্রধান শিক্ষকের লাশ ঝুলে থাকা দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ওসি আরও বলেন, যে কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের বাইরের গ্রীল ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ী থেকে স্কুলে আসে নজরুল ইসলাম। ওইদিন আর বাড়ীতে ফেরেনি সে। তারপর থেকেই তাকে অনেক খোজাখুজি করা হচ্ছিল। ফোনের টাওয়ারের অবস্থান দেখে হরিণাকুণ্ডুর ভালকী বাজারের আশপাশে ও তার স্কুলেও খোজ করার জন্য তার স্ত্রী আসছিল কিন্তু ওই তালাবদ্ধ কক্ষটি খোলা হয়নি। সেসময় তার ফোন বন্ধ ছিল। এ ঘটনায় ১৩ তারিখ সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানায় ডিজি করা হয়েছিল বলে জানান বাবলু মিয়া। তিনি আরও বলেন, আমার জানামতে পারিবারিক এবং স্টাফদের সাথে কোন কলহ ছিল না।