ঝিনাইদহ সদর উপজেলার ৮নং পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ইউনিয়নসহ জেলার সাধারণ মানুষের কাছে নানামুখী সমালোচনার কারনে প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
গত ১৩ মে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ঝিনাইদহ সদরের ৮নং পাগলা কানাই ইউনিয়নে আসাদুজ্জামান চাঁনকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল।
কিন্ত এমন ঘোষণা আসার সাথে সাথে এলাকা জুড়ে আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই আসাদুজ্জামান চাঁন, ঝিনাইদহ পৌরসভায় প্রশাসনিক কর্মকর্তা থাকাকালীন চেক জালিয়াতিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে এবং অভিযোগ প্রমানিত হয়।
তাছাড়া তিনি কখনো আওয়ামী লীগের কোন ইউনিটে কাজ করেছেন বলে কেউ প্রমান দিতে পারেননি। এমন ব্যক্তি কিভাবে মনোনয়ন পেল এনিয়ে নেতারাও সমালোচিত হয়েছেন এবং মনোনয়ন বাণিজ্য হয়েছে বলেও অনেকে মন্তব্য করেন।
গত শনিবার দিনভর এমন সমালোচনা ও বিক্ষোভ করে এলাকাবাসী আসাদুজ্জামান চাঁনের পরিবর্তে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ বিশ্বাসকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
পরে মনোনয়ন বোর্ড রবিবার দুপুরে সিদ্ধান্ত পরিবর্তন করে আতাউর রহমান আতাকে মনোনয়ন দিয়েছেন বলে জানা গেছে। আতাউর রহমান আতা একই ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
বিক্ষোভকারীদের কাঙ্খিত প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় এবং তিনি সমালোচিত প্রার্থী আসাদুজ্জামান চাঁনের চাচাত ভাই বলে অনেকেই বিব্রত হয়েছেন।