ঝিনাইদহে সমৃদ্ধি নারী সংঘ সদস্যদের সাথে সেবা প্রাদানকারী প্রতিষ্ঠানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অক্সফাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় ও ঝিনাইদহের ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভয় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, বিসিক ঝিনাইদহ জেলা কার্যলয়ের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান মিনা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের গ্রোগ্রাম কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রষান্ত কুমার বর্মন, ঝিনাইদহ সদর উপজেলার সহ-সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুল হক, সদর থানার ওসি অপারেশন সুজন কুমার, বিগবাজার মার্কেটের ব্যবসায়ী রফিকুল ইসলাম, সাংবাদিক জাফর উদ্দীন রাজু, জাতীয় মহিলা সংস্থার ওমর ফারুকসহ অন্যান্যরা।
আরো উপস্থিত ছিলেন হোম বেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের নেতৃবৃন্দ। হোম বেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা বিষয়ে আলোচনা করা হয়।