ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ৪৫৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,
গত মঙ্গলবার রাতে র্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ কালীগঞ্জ থানার (চুয়াডাঙ্গা-যশোর) মহাসড়কের আলাইপুর রোডে মাদকসহ একটি পিকআপ ভ্যানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক সরবরাহ করে।
সেই তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাবের ওই দলটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন আলাইপুর জামতলা বাজারে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে সন্ধেহজনক পিকআপের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: বুলবুল মল্লিক (৩২) কে গ্রেপ্তার করে।
সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের অশিস মল্লিকের ছেলে।
গ্রেপ্তারের সময় আসামীর হেফাজত থেকে ৪৫৭ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ২টি মোবাইল সিমকার্ড, ১টি পিকআপ এবং নগদ-২৮১০ টাকা উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।