ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে ভোক্তা অধীকার সংরক্ষন অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করে দুটি কসমেটিকস্ দোকানে ১২হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরে কোটচাঁদপুর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহঃ পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে বিভিন্ন কসমেটিক দোকানে বাজার তদারকি এই অভিযান পরিচালনা করা হয়।
শহরের সিরাজুল ইসলাম সড়কে লিটন ইন্টারপ্রাইজে মেয়াদ উত্তির্ণ এবং নকল কসমেটিক প্রসাধনী মজুদ ও বিক্রির দায়ে ১০ হাজার টাকা এবং একই অপরাধে প্রাপ্তি ষ্টোর কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযানের সংবাদ ছড়িয়ে পড়লে বাজারের অধিকাংশ কসমেটিকের দোকান বন্ধ হয়ে যায়। অভিযানে জেলা ক্যাব সভাপতি আমিনুর রহমান টুকু ও কোটচাঁদপুর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এই সময় পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।