ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের প্রথম পরীক্ষার মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স।
মিরপুরের শের -ই-বাংলা জাতীইয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১২টায় ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। টস জিতে থ্রি লায়নসদের বোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
প্রায় সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপ পরবর্তী সময়ে ভারত, পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্টদের হারালেও আক্ষেপ হয়ে রয়েছে এই ইংলিশ বধ। সর্বশেষ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।
সাত বছর পর আবার থ্রই লায়নসরা এসেছে বাঘের ডেরায়। এবার অবশ্য আরো শক্তিশালী ইংল্যান্ড, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই আক্রমণাত্মক ক্রিকেটের পসরা সাজিয়ে যে কোনো দলের জন্য হুমকি হয়ে উঠেছে জস বাটলারের দল।
এদিকে, ঘরের মাঠে বাংলাদেশকে হেলাফেলা করা যাবে না কোনোভাবেই। ঘরের মাঠে সর্বশেষ সাত ওয়ানডে সিরিজেই জয়। তামিম ইকবালের দল নিয়ে তাই বেশ সাবধানীই থাকবে ইংলিশরা।
ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ড সিরিজ দিয়ে ফের মাঠে নামছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক। এছাড়া এই সিরিজ দিয়ে ওয়ানডে একাদশে ফিরছেন তাইজুল ইসলাম। আজ প্রথম ম্যাচে মাঠেও নামছেন তাইজুল। তবে, বিপিএলে সাড়া জাগিয়ে বাংলাদেশে দলে দাক পাওয়া তৌহিদ হৃদয়কে প্রথম ম্যাচে সাইড বেঞ্চেই কাটাতে হচ্ছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, মঈন আলী, উইল জ্যাকস, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
সূত্র: ইত্তেফাক