চট্টগ্রাম টেস্টে চালকের আসনে এখন বাংলাদেশ। এরইমধ্যে টাইগারদের লিড ৩০০ ছাড়িয়ে গেছে।
শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান। লিড ৩২০ রানের। ৮৬ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক মুমিনুল হক। সঙ্গী লিটন ব্যাট করছেন ৩৮ রান নিয়ে।
তৃতীয় দিনে দ্রুত ৩ উইকেট হারানোর পর হাল ধরেছিলেন মুমিনুল ও মুশফিক। চতুর্থ দিনের শুরুটাও দু’জনে ভালোই করেছিলেন। খেলছিলেন সাবলীলভাবে। কিন্তু দিনের দশম ওভারে মুশি ক্যারিবীয় স্পিনার কর্নওয়ালের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিলে ভাঙে তাদের ৪০ রানের জুটি। আউট হওয়ার আগে মুশফিক করেন ১৮ রান।
তবে মুশির বিদায়ের পর লিটনকে নিয়ে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে দলকে বড় লিড এনে দেওয়ার পথে অনেকটা এগিয়ে গেছেন মুমিনুল। তুলে নিয়েছেন চতুর্দশ টেস্ট ফিফটিও।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের বিশাল সংগ্রহের জবাবে ২৫৯ রানে শেষ হয় উইন্ডিজের প্রথম ইনিংস।