করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে মানবতার সেবা দিতে দাঁড়িয়েছেন বি.এন.পি. নেতা হাজী ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান টিপু তরফদার।
জীবননগর তারিনীবাস গ্রামে আলাউদ্দিনের স্ত্রী জীবননগর পৌরসভার স্বাস্থ্যকর্মী বিলকিস আরা বিলি করোনা ভাইরাসে আক্রান্ত হলে খোঁজখবর নেন ও উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
যেসকল মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের জন্য ৩০ কেজি চাউল, ১৫ কেজি আলু ও নগদ ২ হাজার টাকা আর যে সকল করোনা রোগী লকডাউনে আছে তাদের জন্য উপহার সামগ্রী মানবতার সেবায় ২০ কেজি চাউল, ১০ কেজি আলু ও নগদ ১৫০০ টাকা দেওয়া অব্যাহত রেখেছেন।
ত্রাণসামগ্রী রোগীর বাড়ি যেয়ে দিয়ে আসছেন জীবননগর থানা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান টিপু তরফদারের ত্রাণ কমিটির সমন্বয়ক মাহাতাব উদ্দীন চুন্নু।
তিনি বলেন, কোভিড-১৯ করোনা আক্রান্ত রোগীদের মানবতার সেবায় হাজী ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান টিপু তরফদারের পক্ষে ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছি। এধরনের কোনো রোগীর সন্ধান পেলে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার আহ্বান জানান।