এতদিন শুধু গুজন শোনা গেছে। ইলন মাস্ক এনবিসিইউ এর নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব লিন্ডা ইউকারিনোকে টুইটারের পরবর্তী সিইও হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তা করছেন। এবার তা সত্য হলো। মাস্ক একটি ইউটিউব টুইটে এর সত্যতা এক টুইটের মাধ্যমে জানিয়েছেন।
এর আগে লিন্ডা এক টুইটে জানিয়েছেন তিনি এনবিসিইউ এর চেয়ারম্যান অব গ্লোবাল এডভারটাইজিং অ্যান্ড পার্টনারশিপের পদটি ছেড়ে দিচ্ছেন। টুইটারে একজন খ্যাতনামা এডভারটাইজিং বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার পদক্ষেপটি ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। কারণ বিগত কয়েক মাস ধরেই টুইটারে নেতৃত্ব সংকট দেখা দিয়েছিল। মাস্ক আপাতত চেয়ারম্যান এবং সিটিওর দায়িত্ব পালন করবেন।
সূত্র: ইত্তেফাক