চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুরে ট্রাকের নিচে ঝাপিয়ে পড়ে আত্মাহুতি দিয়েছেন সোহেল রানা (২৮) নামের মানসিক প্রতিবন্ধী এক যুবক। সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা একই উপজেলার নতিপোতা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, মানসিক প্রতিবন্ধী সোহেল রানা কয়েক বছর থেকে মুক্তারপুর গ্রামে তার মামা মিন্টু মিয়ার বাড়ি থাকতেন। সোমবার সকালে গ্রামের চায়ের দোকানে বসেছিলেন তিনি। এসময় একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৬-৫৪৮১) আসতে দেখে তার নিচে ঝাপিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।