চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের স্ত্রী পরিচয় দিয়ে মোবাইলফোনে চুয়াডঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে টাকা দাবী করেছে এক নারী। একই নম্বর থেকে সড়ক বিভাগের একাউন্ট অফিসারের কাছে নিজেকে নির্বাহী প্রকৌশলীর স্ত্রী পরিচয় দিয়ে টাকা দাবী করে।
বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদার।
জানা যায়, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদার ও একই অফিসের একাউন্ট অফিসারের ফোন দেন এক নারী। তিনি নিজেকে ডিসি এবং নির্বাহী প্রকৌশলীর স্ত্রী পরিচয় দিয়ে তাদের কাছে বিকাশের মাধ্যমে টাকা দাবী করেন। এতে তাদের সন্দেহ হলে নির্বাহী প্রকৌশলী বিষয়টি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে জানান। পরে জেলা প্রশাসকের পরামর্শে নির্বাহী প্রকৌশলী চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, এ বিষয়ে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী থানায় লিখিত অভিযোগ করেছেন।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি