“ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে” প্রবাদ প্রবচনটি এখন আর মনে পড়েনা হয়তো। গ্রামীণ লোকসাহিত্যের একটি বড় অংশজুড়ে জুড়ে ছিল ঢেঁকি।
কৃষি প্রধান এই বাংলাদেশের প্রধান ফসল ধান।ধান ঘরে তোলা যেখানে ছিল উৎসব। বিয়ের মতো উৎসবের দিন ধার্য করার ক্ষেত্রে ঘরে নতুন ধান কবে উঠবে সেই অপেক্ষা করা হতো। কৃষকের ঘরটা যখন নতুন ধানের মৌ মৌ গন্ধ মাতিয়ে তুলতো। তখন কৃষণীর ঢেঁকির ধপাস ধপাস শব্দ যেনো সুর ঝংকার তুলতো কবিদের মনে। হয়তো এজন্যই গীতি কবি লিখেছেন বিখ্যাত সেই গানের কলি
“ও ধান ভানিরে ঢেঁকিতে পাড় দিয়া
ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া-দুলিয়া
ও ধান ভানিরে..”