বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির আইডি কার্ড বিতরণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সাড়ে ৩ টার দিকে মেহেরপুর জেলা শহরের মল্লিকপাড়া কবি নজরুল স্কুল সড়কের হেল্প ফাউন্ডেশনের কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
ছহিউদ্দিন ডিগ্রী কলেজের (পৌর কলেজে) সাবেক অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. গাজী রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে নতুন কমিটির সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোছাঃ দিলারা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক রফিক উল আলম, পরিচালক এম এ মুহিদ, আমাদের সূর্যোদয় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল কাসেম অনুরাগীসহ গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের নতুন কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর আনুষ্ঠানিকভাবে সদস্যদের আইডি কার্ড বিতরণ করা হয়।
নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের পরিকল্পনা এবং লক্ষ্যের কথা তুলে ধরেন। তারা প্রতিশ্রুতি দেন, মেহেরপুর জেলায় মানবাধিকার সুরক্ষা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবেন।