তারা ঝিলমিল আকাশের নীল
মনের আকাশে মেঘ
রংধনু হাসে বৃষ্টিবিলাসে
দু’চোখে জলের বেগ।
রোদে ঝলমল পুকুরের জল
বুকে টলমল দুখ
রক্তকমল পাপড়ি কোমল
সুখ খুঁজি তাতে সুখ।
প্রভাতিয়া রবি আঁকে রাঙা ছবি
চোখে নামে কালো রাত
ধবল জ্যোৎস্না প্রেমজ্যোতি কণা
মন তাতে পাতে হাত।
গোধূলিয়া বেলা খেলে রং খেলা
জীবন সাজে না আর
কবিতার কবি আঁকে সেই ছবি
কথা তার ব্যথাভার।
সোনারোদ হাসে সুখতরী ভাসে
আসে না নতুন ভোর
তবুও জীবন দেখে যে স্বপন
প্রেমে বাঁধা বাহুডোর।