বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)-এর আওতাধীন ২৩০ কেভি কুমিল্লা (উ.) গ্রিড উপকেন্দ্রের ২২০ভি সিসি সিস্টেমের মাইক্রো কন্ট্রোলার বেজড, ব্যাটারি চার্জারটি নষ্ট হয়ে পড়ে।
এই অবস্থায় পিজিসিবি কর্তৃপক্ষ চার্জারটি মেরামতের জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ করেছিলেন। কিন্তু পিজিসিবির প্রকৌশলীরা মাত্র ১৬০ টাকায় এই যন্ত্রাংশটি পুরোপুরি মেরামত করে বিকল সিস্টেমকে দ্রুত আগের অবস্থায় নিয়ে যান।
বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই কাজের প্রশংসা করে গতকাল বলেন, পিজিসিবির প্রকৌশলীরা তাদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও সততার দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর ফলে যন্ত্রাংশটি দ্রুত মেরামত করার পাশাপাশি জনগণের টাকাও সাশ্রয় হয়েছে। এ জন্য তিনি প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়েছেন।
পিজিসিবি কর্তৃপক্ষ জানান, কাজটির সঙ্গে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির প্রকৌশলী মো. জসিম উদ্দিন, মো. শাহাবুদ্দিন, বেলাল হোসেন সরকার, এ কে এম রেজাউল করিম ও মো. রশিদ উদ্দিন।