শাহরুখ খান। এই নামের আগে কোনো বিশেষণের প্রয়োজন পড়ে না। কারণ শাহরুখ খান মানেই বলিউড বাদশাহ কিং খান। সারা বিশ্বে তার রয়েছে কোটি কোটি ভক্ত-অনুরাগী ও সিনেমাপ্রেমী। শুধু শাহরুখের অভিনয়ই নয়, তার ব্যক্তিত্বেও মুগ্ধ অনুরাগীরা। অনেকেই তার দ্বারা অনুপ্রাণিত হন। অনেকের আবার জীবনের লক্ষ্যই থাকে বাদশাহর মতো হয়ে ওঠা।
কিন্তু তার সন্তানেরা নাকি কেউ তার মতো হয়নি। বিষয়টি নিজেই জানিয়েছিলেন বাদশাহ শাহরুখ খান। ২০২৪ সালে একটি অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছিলেন আরিয়ান, সুহানা কিংবা আব্রাম কেউ-ই তার মতো হয়নি। তার স্বভাব পায়নি। আর সে কারণেই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ বলিউড বাদশাহ।
কিং খান বলেন, তার তিন ছেলেমেয়েই মানুষ হিসাবে খুব ভালো হয়েছে। কিন্তু তারা কোনোভাবেই আমার মতো হয়ে উঠতে পারেনি। তিনি বলেন, আমি মনে করি, আমার ছেলেমেয়েরা আমার থেকে মানুষ হিসাবে অনেক ভালো।
শাহরুখ আরও বলেন, আমি সত্যিই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ওরা খুবই ভালো সন্তান। মানুষ হিসাবে ওরা সত্যিই খুবই ভালো হয়েছে। তিনি বলেন, তবে কন্যা সুহানা ও কনিষ্ঠ পুত্র আব্রামের সঙ্গে একটি মিল রয়েছে তার। তার মতোই সুহানা ও আব্রামের গালেও টোল পড়ে বলে জানান বাদশাহ।
কাজের ক্ষেত্রে প্রথম থেকেই সন্তানদের অগাধ স্বাধীনতা দিয়েছেন শাহরুখ খান। প্রথমেই জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যতে যে কোনো পেশাই তারা বেছে নিতে পারেন। কখনই সন্তানদের নির্দেশ দেননি অভিনেতা বা ইঞ্জিনিয়ার হয়ে উঠতে হবে। বাবা হিসাবে শাহরুখের একটাই চাওয়া ছেলেমেয়েরা যেন সুস্থ থাকে।
উল্লেখ্য, সুহানা পেশা হিসাবে বেছে নিয়েছেন অভিনয়কেই। আগামীতে ‘কিং’ সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে আরিয়ান ক্যামেরার পেছনে পরিচালনার কাজ শুরু করেছেন।
সূত্র: যুগান্তর