মাঝে মাঝে বুকের ভিতরে,
কেমন যানি চিন চিন ব্যথা অনুভব করি।
যখন তোমাকে ভীষণ মিস করি
তখনি ব্যথা টা অনুভব করি,
নিঃশ্বাস নিতে কষ্ট হয় খুব।
মনে হয় তোমাকে ছাড়া আমি ভীষণ একা।
জানো এখন আর রাতে না খেয়ে ঘুমিয়ে গেলে,
কেউ বলে না যাও তাড়াতাড়ি খেয়ে আসো।
জানো এখন আর রাত জেগে
অপেক্ষা করতে হয় না।
আমার রাত জাগার কারণ ছিলে শুধু তুমি।
তোমার অপেক্ষায় থাকতাম
কখন তুমি ফোন দিবে ম্যাসেজ দিবে,
তোমার সাথে কথা না হলে
ঘুমই আসতো না।
তুমি ছাড়া মনটা ভীষণ শূন্য
তোমার জন্য, নিস্তব্ধ রাতে ঠুকরে ওঠে কান্নারা।
কোথায় আছো তুমি? কেমন আছো তুমি?
তোমাকে বড্ড বেশি মিস করি আমি।
তুমি ছাড়া একলা আমি একলা ভীষণ।