মিষ্টি হেসে ফুল দিলে
হৃদয়টাতে দোল দিলে,
অসীম সুখের পরশে
নাচালে মন হরষে।
রঙের ছোঁয়া নয়নে
তুমিই স্বপণ শয়নে,
সদ্য আসা ফাগুনে
পোড়ালে গো আগুনে!
রুপের আলোর ঝলকে
করলে পাগল পলকে,
বইলো যেন ঝড় বেগে
কঁচি বুকে আবেগে।
সব ভয় ডর লাজ ওড়ে
তৃষ্ণা ক্ষুধা কাজ দূরে,
তুমিই আছো সব জুড়ে,
সকাল দুপুর রাত ভোরে।