গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর মধ্যে সমঝাতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে এস ডি জি ইউনিয়ন বাস্তবায়নের লক্ষ্যে ২০২২ সালের জানুয়ারী থেকে আগামী ২০২৭ সাল পর্যন্ত এ সমঝাতা স্মারক স্বাক্ষর করা হয়।
মঙ্গলবার ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে সমঝাতা স্মারক স্বাক্ষর করা হয়।
এ সমঝোতা স্মারকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি ও তেঁতুলবাড়িয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রমজান আলী ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন ।
মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, সদস্য ও নারী নেত্রী মোছাঃচম্পা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃনিমছার আলী মাস্টার সহ অন্যান্ন সদস্য বৃন্দ, বিভিন্ন ভিডিটির সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, কার্যকরী সদস্য, নারী নেত্রী, জিজিএসের সদস্য, ইয়ুথ ইউনিটের সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে দি হাঙ্গার প্রজেক্টের সকল ধরনের কর্ম-কৌশল নিয়ে আলোচনা করা হয়। এবং আগামী পাঁচ বছর দি হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে ইউনিয়নে যে সকল কার্যক্রম করা হবে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে।