দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তাকে গুলি করে হত্যা করে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এতথ্য জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের কাছে একটি টহল নৌকা থেকে তিনি নিখোঁজ হন। পরে তাকে উত্তর কোরিয়ার জলসীমায় পাওয়া যায়। উত্তর কোরিয়ার সেনারা তাকে গুলি করে তার মরদেহে তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডকে ‘নিষ্ঠুর কর্মকাণ্ড’ বলে এর নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, উত্তর কোরিয়াকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হচ্ছে যে, এ ঘটনার জন্য তাকে দায় নিতে হবে।
তবে দক্ষিণ কোরিয়ার এমন অভিযোগের এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া।