এমন দরদ ভরা কন্ঠে
কে আর বলবে কথা?
আঙুলখানি উঁচু করে
চাইবে স্বাধীনতা।
প্রেমের জালে জড়িয়ে ধরে
উড়তে চাইবে নিত্য,
এক পলকের একটু দেখায়
কে ভরাবে চিত্ত?
আকাশকুসুম ইচ্ছেগুলো
চাইবে নিজের মতো,
যার কথাতে হৃদয়মাঝে
সুখটা অবিরত।
বকুল ফুলের মালাগেঁথে
কে পরাবে গলে?
চাঁদনীরাতে অপেক্ষাতে
রইবে আকাশতলে!
মনানন্দে সুখের কথা
বলবে উজাড় করে,
চিরল দাঁতের হাসিতে যার
শত মুক্তোঝরে।