দর্শনা কেরুজ চিনিকলে শ্রম আইন বিধি মোতাবেক গঠনতন্ত্র সংশোধনী বিষয়ক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে কেরুজ ডিস্টিলারি গেটের সামনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে আলোচনা করেন, কেরুজ শ্রমিক -কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।
কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত থেকে আরও আলোচনা করেন, শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক খবির উদ্দিন, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পিন্স সহ সকল সদস্যবৃন্দ।
আলোচনাকালে নেতৃবৃন্দরা বলেন, কেরুজ চিনিকলে এক সময় দেড় হাজারের বেশি শ্রমিক ছিল। সে সময় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ছিল। যখন শ্রমিক কমে গেল তখন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নে এক জন সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক ও ৯ জন সদস্য করে ১৩ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ১লা সেপ্টেম্বর-২২ শ্রম আইন বিধি মোতাবেক ১৫৯ অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে কোন প্রতিষ্ঠানে ৮০১ থেকে ১৫’শ জন কর্মকর্তা কর্মচারী থাকলে শ্রমিকদের স্বার্থে সভাপতি ১ জন, সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক-১ জন দপ্তর সম্পাদক-১ জন ও সদস্য ১৫ জন করে ২৫ সদস্য বিশিষ্ট শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন যাবে। সে লক্ষে আয়োজিত গেট মিটিং সভায় উপস্থিত নের্তৃবন্দ সহ সকলে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মতামত প্রকাশ করেন।