চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে আখের ফলন বৃদ্ধি ও উন্নত কৃষিতাত্বিকের লক্ষে আখচাষী প্রশিক্ষণ ২০২৪ অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টার দিকে কৃষি বিভাগের আয়োজনে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে আখ চাষিদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়।
এ আখচাষী প্রশিক্ষণে কেরু এ্যান্ড কোম্পানীর মহাব্যাবস্থাপক কৃষি আশরাফুল আলম ভৃইয়ার সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এফসিএমএ রাব্বিক হাসান।
এ সময় আখচাষীদের উদ্দ্যশে তিনি বলেন, আপনারা আখ চাষ করবেন ভালো জাতের বীজ লাগাবেন। আপনারা মাথায় রাখবেন একর প্রতি কেমন ফলন আসবে সেদিকে খেয়াল রাখবেন। তাহলে বুঝতে পারবেন আপনারা আখচাষে লাভবান হচ্ছেন কিনা। আপনারা এ মিলটিকে টিকিয়ে রাখতে হলে আপনাদের হাত বাড়িয়ে দিতে হবে। তাই আপনারা হাত বাড়িয়ে দিলে আপনাদের কথা চিন্তা করে আমারা আরেক দফা আখের মৃল্য বৃদ্ধি করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করবো। আপনারা এ মিলটির পাশে থাকলে আগামীতে মিলটি আরও বেশিদিন চলবে। তাই আপনারা কিভাবে লাভবান হবেন সেদিকে খেয়াল রাখব সবসময়। পরিশেষে তিনি বলেন আপনারা মিলে যে আখ দিবেন অব্যশই পরিস্কার পরিছন্ন আখ দেবেন। এতে করে আপনাদের মিলটি ভালো চলবে। আপনাদের ভোগান্তি কম হবে এবং মিলটি ব্রেক ডাউন কম হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিজিএম সম্প্রসারণ মাহাবুবুর রহমান,কৃষিবিদ দেলোয়ার হোসেন,পৃর্ব সাবজোনের প্রধান মাহফুজ আলম রতন,পশ্চিম সাবজনের মোস্তাহিদুল ইসলাম, আখচাষীদের মধ্যে উপস্থিত ছিলেন, শামীম আল হাসান, ফরিদ উদ্দীন, নিজাম উদ্দীন, মহাসীন আলী, ইন্তাদুল হক প্রমুখ।