দর্শনা ফেনসিডিল সহ সামাদ ওরফে জাম্বু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত পৌনে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নের্তৃত্বে থানার এসআই সুমন্ত বিশ্বাস, এসআই মাসুদ রানা, এএসআই আনোয়ারুল হক, এএসআই শাহিন আলম, এএসআই ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা বাসস্ট্যান্ড-মুজিবনগর সড়কের দর্শনা রেলবাজরের আল্লাহর দান হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় পুলিশি উপস্থিতি টেরপেয়ে ৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ সামাদ ওরফে জাম্বুকে গ্রেফতার করেন পুলিশ।
মাদক সহ গ্রেফতারকৃত জাম্বু দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধিক সীমান্তবর্তী জয়নগর গ্রামের মৃত মুরশিদ আলী ছেলে ।
এঘটনায় আরও ৩ জনকে পালাতক আসামী করে দর্শনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।