চুয়াডাঙ্গার দর্শনায় ডি.এস ফাজিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে আর্থিক অনুদান বিতরন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা ডি.এস ফাজিল ডিগ্রী মাদরাসা ভবনে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজ অর্থায়নে ৩০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অনুদান দেওয়া হয়।
পর্যায়ক্রমে অত্র মাদরাসার প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ অনুদান দেওয়া হবে। তবে এই অনুদান দেওয়াতে এতিম শিক্ষার্থীদের উচ্ছাস দেখে গতকালই মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা তাদের নিজ অর্থায়নে একটি ফান্ড তৈরি করেছেন। যে ফান্ড থেকে মাদরাসার সকল এতিম শিক্ষার্থীদের সার্বিক ভাবে সহায়তা প্রদান করা হবে।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ জানান, অত্র মাদরাসার প্রায় শতাধিক শিক্ষার্থীদের বেতন, ফি ছাড় এবং তাদের খাতা, কলম, ড্রেস সহ সার্বিক সহায়তা মাদরাসার পক্ষ থেকে করা হয়। তবে চলমান রমজান ও আসন্ন ঈদ কে সামনে রেখে এই আর্থিক অনুদান প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ তাদের এই উচ্ছাস দেখে আমি সত্যিই অনেক আনন্দিত। আমি আরও আনন্দিত যে, আজ আমাদের মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা তাদের নিজ অর্থায়নে একটি ফান্ড তৈরি করেছেন। যে ফান্ড থেকে মাদরাসার সকল এতিম শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার অধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ, উপাধ্যক্ষ মাও. শফি উদ্দিন মোল্লা, বাংলা প্রভাষক আবুল হোসেন, প্রভাষক হামিদুল ইসলাম, প্রভাষক জগলুল হায়দার আফ্রিক, প্রভাষক আঃ রশিদ, প্রভাষক মুনজুর আহমাদ, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক সাদিকুর রহমান, প্রভাষক ইব্রাহিম খলিল, প্রভাষক ফরিদা পারভিন, শিক্ষক- আবু জাফর, সুলতান হোসেন, আব্দুল হায়, আক্তার হোসেন, আল-আমীন, আনোয়ার হোসেন, বজলুর রহমান, মামুন হোসেন, নাসির উদ্দিন, শিক্ষিকা- লিনা পারভিন, নাসিমা আক্তার, ফারহানা তরফদার সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।