রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে মূল অনুষ্ঠানের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের পুলিশ হবে জনগণের পুলিশ।
পুলিশ বাহিনী যে সার্ভিস ডেস্ক চালু করেছে, তাতে নারী সমাজ, বৃদ্ধ ও শিশুদের অন্যায়ের প্রতিকারে চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে নারীদের জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি হবে, যারা তাদের ওপর হওয়া অন্যায়গুলো বলতে পারে না।
তৃণমূল পর্যায়ে পুলিশি সেবায় গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, আমাদের পিছিয়ে পড়া, অনগ্রসর, যারা তৃণমূল পর্যায়ে পড়ে থাকে শত নির্যাতনের মধ্যে যারা প্রতিকার চাইতে পারে না।
তাদের আস্থা, বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেটা নিশ্চিত করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, যে কোনো বাহিনী, যে কেনো ব্যক্তি সফলতা তখনই আসবে, যখন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে, মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে পারবে, এটাই সবচেয়ে বড় কথা।
বাংলাদেশ পুলিশের উদ্দ্যেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সততার সাথে কাজ করতে হবে।
রোববার সকালে দর্শনা থানা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে দর্শনা থানা হতে সংযুক্ত হন চুয়াডাঙ্গা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস ও দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর।
এসময় উপস্থিত ছিলেন, থানার ইন্সপেক্টর (তদন্ত), থানার ইন্সপেক্টর (অপারেশন) ও সেকেন্ড অফিসার এস,আই আহম্মদ আলী বিশ্বাস সহ অন্যান্য অফিসার ও ফোর্স এবং এলাকার বিভিন্ন বয়সের নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।
উক্ত কনফারেন্সের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দর্শনা থানাধীন বেগমপুর গ্রামের মৃত সামসুল আলমের স্ত্রী চায়না বেগমকে (৬০) মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার নির্মিত গৃহ হস্তান্তর করা হয়।