দর্শনা পুরাতন বাজার পূজা মন্দিরের বয়স ৫০ বছর পূর্তি হয়েছে। দিবসটি স্মরণীয় করে রাখতে মন্দির কমিটি গ্রহন করেছে দিনব্যাপি ব্যাপক কর্মসূচি। কর্মসূচির শুরুতে সোমবার বিকাল ৩ টার দিকে মন্দির চত্তর থেকে বের করা হয় বণাঢ্য র্যালি।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। “সুবর্ণ রেখার কালে, এসো আনন্দময়ী, আঘাত দুরে ঠেলে” এ প্রতিবাদ্যকে ধারণ করে সন্ধ্যায় মন্দির চত্তরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা সভা।
হিন্দু সম্প্রদায় নেতা ডাঃ দুলাল চন্দ্র দে’র সভাপতিত্বে সভায় আলোচনা করেন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন কমিটির সাধারণ সম্পাদক অনন্ত সান্তারা মঙ্গল, অবনি মোহন সান্তারা, ভোলানাথ চক্রবর্তি, জয়ন্ত সিংহ রায়, সুভেনন্দ্রনাথ শান্ত, মদন মহন সাহা, মুকুল দেবনাথ, অমল পাল, আসুতোষ, দিপক দাস, কার্ত্তিক সাহা, কাজল সাহা, শৈলেন শান্তারা, পল্টু শিল, শুভ্রত বিশ্বাস, সাধন, নির্মল দেবনাথ প্রমুখ।।