দর্শনা পৌরসভার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌর বাসির উচিত হোলডিং কর ট্রেড লাইসেন্স গ্রহণ সহ বকেয়া বিল পরিশোধ করার ব্যাপারে ব্যাবসায়ীদের সর্তক করলেন পৌর প্রশাসক তাসফিকুর রহমান । শনিবার বেলা ১১ টার দিকে দর্শনা রেলবাজারের মুদি, ব্যাবসায়ী চাউল ব্যাবসায়ী ও মাছ,মাংসের দোকানদের সর্তক করেন। ব্যাবসায়ীদের বিভিন্ন সম্যাসার বিষয় নিয়ে পরিদর্শন করেন দর্শনা পৌর প্রশাসক এবং দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান।
এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, “পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রমের জন্য আপনাদের যথাযথ সময়ে ট্রেড লাইসেন্স গ্রহণের মাধ্যমে পৌরসভার সেবার মান বৃদ্ধি হতে পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। যে সকল ব্যবসায়ীরা এখন পযর্ন্ত ট্রেডলাইসেন্স গ্রহন করেন নাই তারা ১ সপ্তাহে মধ্য ট্রেডলাইসেন্স গ্রহন সহ হোলডিং কর পরিশোধ করবেন।আগামীতে আপনাদের সাথে কথা হবে আইনের ভাষায়।
দর্শনা রেলবাজার পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী মোঃ সাজেদুল আলম, কর নির্ধরাক মোঃ সরওয়ার হোসেন, প্রধান সহকারী মোঃ রুহুল আমিন খান, কর আদায়কারী মোঃ আরফিন হোসেন,ট্রেড লাইসেন্স পরিদর্শক মোঃ মমিনুল ইসলাম ,দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, উচ্চমান সহকারী শাহ আলম প্রমূখ।