দর্শনা পৌরসভায় সহকারী প্রকৌশলী সাজেদুল আলমের উপর হামলার ঘটনায় মেয়র মতিয়ার রহমান ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাবির হোসেন মিকা ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর খালেকুজ্জামানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনা পৌরসভার হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১৭ জুলাই বেলা ১২ টার দিকে দর্শনা থানা পাড়ার ইয়াকুব মীরের ছেলে পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাবির হোসেন মিকা (৪২) ও দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের লাল মিয়া শাহর ছেলে ১নং ওয়ার্ড কাউন্সিলর খালেকুজ্জামান (৪৩), দর্শনা পুরাতন বাজার জোড়া বটতলার আবুল কাশেমের ছেলে জাহিদুল ইসলাম (৪১), দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাশেদুল ইসলাম মিঠু (২৯), দর্শনা পৌরসভার ইসলাম বাজার পাড়ার কলিম উদ্দীনের ছেলে সিঙ্গার হোসেন (৩১), দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত বিপ্লব হোসেনের ছেলে মোস্তাক (২৭) সহ অজ্ঞাতনামা ১০/১২ ব্যাক্তি দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদুল ইসলামের অফিস কক্ষে প্রবেশ করে।
এসময় আইন বর্হিভূত ভাবে অনিয়ম এবং ভয় ভীতি দেখিয়ে ট্রেড লাইসেন্স জোর পূর্বকভাবে নেওয়ার চেষ্টা করে। এতে সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বাঁধ সাধলে অভিযুক্তরা তার উপর
বর্বরোচিত হামলা ও অফিস কক্ষ ভাংচুর করা হয় সহ জোরপূর্বকভাবে অফিসের ষ্টিলের আলমারীর ভিতর থেকে নগদ ১ লক্ষ ১০ হাজার ৩৩৫ টাকা লুট করে নেওয়া সহ পৌর হোল্ডিং ট্যাক্স আদায় করিতে বাঁধা প্রদান করে। এ ঘটনায় দর্শনা মেয়র মতিয়ার রহমান বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী করে দর্শনা থানায় একটি অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অভিযুক্ত ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাবির হোসেন মিকা ও ১নং ওয়ার্ড কাউন্সিলর খালেকুজ্জামান বিভিন্ন সময় আমার অফিসে আসিয়া অনিয়ম এবং ভয় ভীতি দেখাইয়া আইন বর্হিভূত ভাবে বিভিন্ন প্রকারের কাজ নিয়ে আসে।
সে সমস্ত আপত্তিকর মূলক কাজ করে না দেওয়ায় তার দীর্ঘদিন ধরে পৌর সভার সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অপবাদ মূলক কুৎসা রটাতে থাকে।
এদিকে তারা পৌর সহকারী প্রকৌশলীর উপর হামলা সহ অফিস কক্ষের হামলা চালিয়ে ভাংচুর ও অর্থ লুটের ঘটনা আড়াল করতে অভিযুক্তরা গত ১৯ জুলাই দর্শনা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন।
সে সংবাদ সম্মেলনে দর্শনা পৌর সভায় কোন ওপেন টেন্ডার ছাড়াই পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, টিআর কর্মসূচি, ভিজিএফ, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনে অনিয়ম, সাবেক হিসাব রক্ষক রুমি আলম পলাশের বিরুদ্ধে আপত্তিকর কথা সহ সৌর সড়ক বাতি স্থাপন প্রকল্পের আংশিক কাজ শেষ করে সমূদয় বিল উত্তোলনের সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।
এসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদুল আলম, প্যানেল মেয়র-১ ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল হক সুমন, ২নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক কবীর, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মনির সরদার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আশুর উদ্দিন আশু, সংরক্ষিত কাউন্সিলর বিলকিস খাতুন, জাহানারা খাতুন, সুরাতন নেসা, হিসাবরক্ষক সরওয়ার হোসেনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।