চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে অভিযান পরিচালনা করেছেন। ইউনিয়নের মদনা বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানার আদায় করেছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা বাজারের মেসার্স বিশ্বাস কসমেটিকস, মেসার্স হ্যানিম্যান হোমিও হল ও মেসার্স আরাফাত ট্রেডার্সে।
এসময় বিভিন্ন অপরাধে তাদের প্রত্যককে দুই হাজার টাকা করে জরিমানা ও অন্যথায় কারাদন্ড প্রদান করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
অভিযুক্তরা সকলে ভ্রাম্যমান আদালতে জরিমানার টাকা পরিশোধ করায় কারাদন্ড হতে রেহায় পান। এ অভিযান পরিচালনা ও ভ্রাম্যমান আদালতের বিচারকের দায়িত্ব পালন এবং রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সহকারী পরিচালক সজল আহম্মেদ।
এ অভিযান পরিচালনা ও ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন দর্শনা থানা পুলিশ।