দর্শনা রেলইয়ার্ডে রাতের আধাঁরে ট্রাক ভিড়িয়ে ট্রেনের ওয়াগন হতে ভুট্টা চুরির ঘটনা ঘটেছে। এসময় ট্রাক চালক পালিয়ে গেলেও চোরাই মালামালসহ চোর চক্রের ৪ সদস্য আটক করেছে পুলিশ।
সেই সাথে উদ্ধার হওয়া ভুট্টা সহ ট্রাকটি পুলিশ জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুট্টা মালিক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছে।
আটককৃতরা হচ্ছে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাঁহপাড়ার জিন্নাত আলীর ছেলে নিজাম উদ্দিন (২৮), দর্শনা আজিমপুর মোস্তফা ডাক্তারের বাড়ির পাশের মৃত সিরাজ মিস্ত্রির ছেলে সাগর হোসেন (৩০) ও দর্শনা থানাপাড়া রেল ইয়ার্ড এলাকার ইয়াকুব আলীর ছেলে সুমন ইসলাম (২০) এবং মৃত মোজাহার শাহর ছেলে ফজলু (৫৫)।
জানাগেছে, শুক্রবার ভোর ৪ টার দিকে দর্শনা রেল ইয়ার্ড চত্বরে একদল চোর সিন্ডিকেট ইয়ার্ডে হানা দেয়। এসময় চোরেরা ইয়ার্ডে ট্রাক ভিড়িয়ে ইয়ার্ডের থাকা রেল ওয়াগনের দরজার সীলগালা খুলে ওয়াগনের মধ্যে থাকা ভুট্টা চুরি শুরু করে।
এরই একপর্যায় চোরেরা ট্রাক লোড করে ভুট্ট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দর্শনা পুরাতন বাজার রেলগেইট সংলগ্ন উত্তর পূর্ব দিকে জনৈক আমজাদ হোসেনের সাগর সাইকেল ষ্টোর রেলবাজার নামক দোকানের সামনে ট্রাকটি পৌছালে দর্শনা থানা পুলিশ ট্রাকটিকে গতিরোধ করে।
এসময় ট্রাক চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এসময় পুলিশ ৯০ বস্তা ভুট্টা সহ ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়।
এ ঘটনায় মালামালের মালিকদর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হাজী মোঃ আজহার আলীর ছেলে বিশিষ্ট সি এ্যান্ড এফ ব্যাবসায়ী মেসার্স নর্থ বেঙ্গল শিপিং এজেন্সি প্রপাইটার লিমিটেডের স্বত্বাধীকারী আতিয়ার রহমান বাদী হয়ে আটককৃত আসামী সহ ট্রাক চালক দর্শনা থানাপাড়া (রেলইয়ার্ড) এর ইয়াকুব আলীর ছেলে সাগরকে (২৮) আসামী করে দর্শনা থানায় অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে।