চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে প্রায় এক কেজি ওজনের ৮ স্বর্ণের বারসহ সুলতান আহমেদ (৪৪) নামের এক চোরাকারবারিকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। আটক সুলতান আহমেদ চাঁদপুর জেলা সদরের আমির হোসেনের ছেলে।
গতকাল বুধবার (১২ এপ্রিল) সকাল ৭টার দিকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন একজন ব্যক্তি ভ্যানযোগে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে দর্শনা সীমান্তের দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গতকাল বুধবার সকালে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান নেয়। অবস্থানকালিন সকাল ৭টার দিকে এক ব্যাক্তিকে কেরু অ্যান্ড কোম্পানির গেইট এলাকা দিয়ে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হলে টহলদল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করার সময় পায়ের তালুতে স্কচ স্টেপ দিয়ে লাগানো
অবস্থায় ৯৭৯ দশমিক ৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের ফ্ল্যাট বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্যেশ্যে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত সুলতান আহমেদ কে আটক করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে। এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।