দর্শনা সীমান্তে বিজিবি অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০ হাজার ইউএস ডলার ও রুপার গহনাসহ মোটরসাইকেল উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ি সীমান্ত ফাঁড়ি অভিযান পরিচালনা করে এ ডলার উদ্ধার করে।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা জেলার অধিনস্থ দর্শনা সদর থানার অন্তর্গত ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ইউএস ডলার পাচার করা হবে মর্মে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর সার্বিক দিক-নির্দেশনায় ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ীর কমান্ডার নাঃ সুবেদার এনামুল কবিরের নেতৃত্বে ফুলবাড়ি সীমান্ত এলাকায়।
এসময় বিজিবি সশস্ত্র টহল দল সীমান্তের সীমান্ত পিলার ৮৬ হতে ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি গ্রামের ফুলবাড়ী মাঠের মধ্যে এ্যাম্বুশ করে।
এরই একপর্যায় গতকাল সোমবার বেলা পৌনে ১১ টার দিকে একজন ব্যাক্তিকে একটি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্যে দিয়ে পার্শ্বের গ্রামের দিকে যেতে দেখলে বিজিবি টহলদল তার গতিরোধের চেষ্টা করে। ফলে বিজিবি সদস্যদেরকে উপস্থিতি টেরপেয়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড় দেয়। পরবর্তীতে বিজিবি টহলদল পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে ব্যাগের মধ্যে থাকা ২ টি ব্যান্ডেলে ১০০ ইউএস ডলার মানের ২০০টি নোট উদ্ধার করতে সক্ষম করতে হয়।
এ বিষয়ে দর্শনা থানায় মামলা করতঃ ইউএস ডলার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। গত রবিবার দর্শনা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাকেলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্থান থেকে প্রায় ৫ কেজি রুপার গহনা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্যে দিয়ে রুপা পাচার করা হবে। এমন প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৮/৬-আর হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা মাঝাপাড়া পুরাতন মসজিদের সামনে পাঁকা রাস্তার পার্শ্বে এ্যাম্বুশের জন্য অবস্থান করে। সময় আনুমানিক সন্ধা সাড়ে ৬ টার দিকে অজ্ঞাত একজন ব্যক্তি ১টি মোটরসাইকেলযোগে দর্শনা এলাকার দিকে যেতে দেখে এবং বিজিবি সশস্ত্র টহলদল উক্ত মোটর সাইকেলটি গতিরোধ করলে মোটরসাইকেল আরোহী টহলদলকে দেখতে পেয়ে দ্রুত মোটর সাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল মোটরসাইকেলটি জব্দ করে তাতে তল্লাশি করে মোটরসাইকেলের তেলের ট্যাংকির উপর সুতির গামছা দিয়ে মোড়ানো ৪ টি পলিথিনের ব্যাগ হতে ৪ কেজি ৯৮৫ গ্রাম (৪২৭.৩৮ ভরি) ওজনের রুপা এবং ১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে হাবিলদার মোঃ আব্দুল মান্নান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করতঃ আটককৃত রুপাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।