চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে প্রায় ২০ লাখ ৭০ হাজার টাকার ১২ কেজি ভারতীয় রুপার গহনাসহ জুবায়ের ওরফে টিপু (২১)নামের এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।
সে দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের নাস্তিপুর পশ্চিম পাড়ার লিটন মন্ডলের ছেলে।
জানাগেছে আজ শনিবার ৭ অক্টোবর দুপুর ৩ টার দিকে দামুড়হুদা সার্কেল সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানার তত্ত্বাবধানে,দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহার নেতৃত্বে, দর্শনা থানার এস আই খান আব্দুর রহমান, এ এস আই মারুফ, এ এস আই বশির আহম্মেদ, এ এস আই সানোয়ার হোসেন,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় নাস্তিপুর গয়েরভাঙ্গা মাঠের পিচ রাস্তার উপর।
এ সময় পুলিশ তার ব্যবহৃত এ্যাপাছি আর টি আর মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার বাজারের প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী করে স্কচটেপ দ্বারা মোড়ানো ১০টি প্যাকেট থেকে ১২ কেজি ৮০ গ্রাম (১০৩৫ ভরি) ভারতীয় তৈরীকৃত রুপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মৃল্য ২০ লাখ ৭০ হাজার টাকা।এ ঘটনায় এস আই টিপু সুলতান বাদি হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে।